ক্রীড়া ডেস্ক :
স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার তারকা লিওনেল মেসির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। ২০২১ সালের জুনের ৩০ তারিখের পর মেসি মুক্ত। গুঞ্জন রয়েছে তার পরবর্তি গন্তব্য হতে পারে পিএসজি।
আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের অধিনায়ক রামোসের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এই সময়েই। গুঞ্জন রয়েছে তারও ঠিকানা হতে পারে পিএসজি।
কেবল এটাই নয়, টটেনহাম গোলকিপার লরিস এবং মিডফিল্ডার ডেলে আলীকে নাম্বার ওয়ান টার্গেট করেছে পচেত্তিনো। গুঞ্জন রয়েছে তাদেরও ঠিকানা হতে পারে পিএসজি।
যদি এই গুঞ্জনগুলো সত্য হয় তাহলে আগামী মৌসুমে পিএসজির একাদশ হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং দেখার মত স্কোয়াড।
Discussion about this post