কক্সবাজারের উখিয়া থাইংখালীতে অবৈধ করাত কলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন প্রজাতির ১৮০ ঘনফুট গাছ ও দুইটি করাত কলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর দুইটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী গৌজগোনা নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
তিনি বলেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদের নেতৃত্বে টানা ৩ ঘন্টা অভিযান পরিচালনা করে উপজেলার থাইংখালী গৌজগোনা নামক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ২ টি করাত কলের যাবতীয় যন্ত্রাংশ সহ ১৮০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অপরাধীদের বিচারের জন্য বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট ধারায় ২টি মামলার প্রস্ততি চলছে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদ, ওয়ালাপালং বিট কর্মকর্তা রনি।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের কর্মীগণ।
Discussion about this post