উখিয়া উপজেলার পালংখালী চৌয়াখালী কালুমরা নামক পাহাড়ি এলাক থেকে দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (৩১ জুলাই) বিকালে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। দেলোয়ার হোসেন কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের বাসিন্দা নুরুল কবিরের ছেলে।
স্থানীয়রা জানান, গত দেড় বছর পূর্বে পালংখালী গয়ালমারা এলাকার মৃত: কাসেম আলীর মেয়ে সোমাইয়া আক্তার কে বিয়ে করে সে। বিয়ের পর থেকে তারা থাইংখালী বাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকত এবং দেলোয়ার একটি ফুড কোম্পানিতে চাকরি করতো।
দেলোয়ারের স্ত্রী সোমাইয়া আক্তার জানান, গত কয়েকদিন ধরে আমরা স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও জগড়া হয়। পারিবারিক কলহের পর আমি আমার মায়ের বাড়ি পালংখালী চৌয়াখালী কালুমরা নামক এলাকায় চলে আসি। আমি চলে আসার পর আমার স্বামী দেলোয়ার দুই বার আমার মায়ের বাড়িতে এসেছিল। তখন তার সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে আবারও জগড়া হয়েছিল।
সোমাইয়া আক্তার আরো জানান গতকাল দেলোয়ার শেষবারের মতো আমার মায়ের বাড়িতে এসেছিল আমাকে নিয়ে যেতে। তখন আমাদের পারিবারিক কলহের বিষয়টি নিয়ে গ্রাম্যশালিস বৈঠক হয়। বৈঠকে আবারও এক সাথে ঘর সংসার করার জন্য কথা হয়েছিল। কিন্তু সকালে রাস্তার পাশে একটি গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় আমার স্বামী কে দেখতে পায়। স্থানীয়রা গিয়ে দেখে আমার স্বামী তখন মারা গেছে। পরে আমরা থানা পুলিশকে খবর দিয়।
উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠিানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার রহস্য উধঘটনের জন্য পুলিশ তদন্ত করছে। যুবকটি কে হত্যা করা হয়েছে নাকি সে নিজেই আত্নহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
Discussion about this post