উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফতেমা জাহান চৌধুরী।
গত (৬ ফেব্রুয়ারি) সোমবার তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোকেয়া খানম অবসর গ্রহণ করার পর পদটি শূন্য হলে পদাধিকারবলে বিদ্যালয় পরিচলনা কমিটি ফতেমা জাহান চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
ফাতেমা জাহান চৌধুরী বলেন, আমি বিদ্যালয়ের শুরু থেকে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। পদাধিকার বলে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছি। তিনি আল্লাহর কাছে শুকরিয়া কামনা করে বলেন বিদ্যালয় সুস্থ, সুন্দর ও দক্ষতার সাথে পরিচালনার মধ্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব।শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য কাজ করে যাব। তাই আমি সকলের সহযোগিতা কামনা করছি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে গত ১ জানুয়ারি ১৯৮৬ ইংরেজি থেকে ১ ফেব্রুয়ারি ২৩ ইংরেজি তারিখ পর্যন্ত দীর্ঘসময় ধরে দক্ষতা ও সুনামের সহিত রোকেয়া খানম বিদ্যালয়টির প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
Discussion about this post