উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উখিয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।
আহতরা হলো রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়ার মোহাম্মদ তারেক(২২) ও তুতুরবিলের এহসানুল হক (২৩)। তাৎক্ষণিক বাকী তিনজনের পরিচয় মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় ৫জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
দূর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেলের নাম্বার ৫৯-৫১৩৭। অপরটির পাওয়া যায়নি।
এ ব্যাপারে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মারুফ হোসাইন বলেন, দূর্ঘটনার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি বলে জানান তিনি।
Discussion about this post