কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বের করা হয় র্যালী। র্যালীটি প্রধান সড়ক পদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন পাওয়া নাগরিক অধিকার। এই অধিকার অর্জনে যাতে কেউ হয়রানি করা হয়। আর কারও বিরুদ্ধে হয়রানি বা অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, ইসলামিক ফাউণ্ডেশনের ফাহমিদা ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সিরাজুল হক, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, স্কাসের চেয়ারম্যান জেসমিন প্রেমা ও কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম।
Discussion about this post