কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনীসহ একজনকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম।
১৭ আগষ্ট (বুধবার) রাত ১টার দিকে পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম ভূঞা’র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শহরের প্রধান সড়ক,বার্মিজ মার্কেটস্থ হাজেরা মার্কেট এর ৪র্থ তলায় দিদারুল আলম এর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকালে উক্ত বাসা হতে দিদারুল আলম (৫৬) নামে একজনকে আটক করেন।
পরবর্তীতে আটক দিদারকে জিজ্ঞাসাবাদ করে তার দেখানো মতে উক্ত বাসা হতে লেভেল বিহীন তেলভর্তি ২১০ টি স্বচ্ছ প্লাষ্টিকের বোতল, ৩টি স্বচ্ছ পলিথিন ভর্তি অবস্থায় সাদা ক্রীম ও লোশন সাদৃশ্য বস্তু, যাহার প্রতিটির ওজন অনুমান ০৫ (পাঁচ) কেজি, প্যাকেজিংয়ের কাজে ব্যবহৃত স্বচ্ছ পলিথিন ০১ বান্ডিল, ৩৫টি বডি লোশন, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে Dove nourishing body lotion, 350 ml সহ অন্যান্য লেখা আছে, ২০৫ টি লেভেল বিহীন বডি লোশন, যাহার আকার Dove বডিলোশন সাদৃশ, ১০৯টি বডি লোশন, যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে Vaseline Mois ture Body Lotion, ১৩৩টি তেলের প্লাষ্টিকের স্বচ্ছ খালি বোতল, ১৫৯ টি প্যারাসুট তেলের বোতলের কর্ক, ২৬৫ টি প্যারাসুট তেলের প্লাস্টিকের খালি বোতল, যাহার গায়ে প্যারাসুট, ১০০% বিশুদ্ধ নারিকেল তেল, নিট পরিমান ৫০ মিলিসহ অন্যান্য লেখা রয়েছে, ১১৩ টি স্টীকার, যাহার গায়ে ইংরেজীতে Vaseline Moisture Body Lotion সহ ইংরেজীতে অন্যান্য লেখা আছে, ৪১ টি স্টীকার, যাহার গায়ে ইংরেজীতে Nivea Original Moisture Body Lotion সহ ইংরেজীতে অন্যান্য লেখা আছে, ৫৮২ টি স্টীকার, যাহার গায়ে ইংরেজীতে Dove nourishing body lotion, 350 ml সহ ইংরেজীতে অন্যান্য লেখা মালামাল গুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম ভূঞা বলেন,গোপন সংবাদ ছিল বার্মিজ মার্কেট এলাকায় নকল প্রসাধনী তৈরি করছে একটি চক্র। তারই প্রেক্ষিতে উর্ধতন কর্মকর্তাদেকে অবহিত করে গেল রাতে অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরি কারখানার মালীক দিদারুল আলমকে আটক করি এবং বিভিন্ন নকল প্রসাধনী জব্দ করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটক আসামিকে আদালতে সোর্পদ করা হবে।
Discussion about this post