নিজস্ব প্রতিনিধি •
কক্সবাজারে ‘আমারি রিসোর্ট’ নামে একটি আবাসিক হোটেলে তরুণী ‘হত্যা’র ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ সাগর নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বলেন, আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাকে রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার শহরের কলাতলী এলাকার ওই হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হোটেলের নথিতে নিবন্ধন মতে, নিহত তরুণীর নাম ফারজানা আক্তার (২৩)। তিনি কুমিল্লা জেলার সদর উপজেলার বাগদিয়া ইউনিয়নের কল্যানদী এলাকার মোহাম্মদ সাগরের স্ত্রী। তার স্বামী সাগর ওই এলাকার মো. জয়নাল মিজির ছেলে। ঘটনার পর থেকে মোহাম্মদ সাগর পলাতক ছিলেন।
বিকালে সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র্যাব কর্মকর্তা এনায়েত কবির সোয়েব।
Discussion about this post