কক্সবাজার শহরের বাজারঘাটা থেকে ৪৪ হাজার ইয়াবা সহ মহিউদ্দিন (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) র সদস্যরা। ওই সময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকাও জব্দ করা হয়।
শনিবার রাত ১১ টায় বাজারঘাটা বিকেপাল সড়কের রয়েল বোর্ডিংয়ের সামনের ধৃতের বসত বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃত কারবারী সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে মহিউদ্দিন (৪৫)। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার বিকেপাল সড়কে স্থায়ীভাবে বসবাস করেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি মহিউদ্দিন এর বাড়িতে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করি। ধৃত মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছিল। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে রবিবার কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post