কক্সবাজার শহরের সুগন্ধায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ এর নেতৃত্বে উক্ত পরিচালনা করা হয়। অভিযানে ৩ শতাধিক দোকান গুড়িয়ে দেওয়া হয়েছে।
জানা গেছে উচ্ছেদ হওয়া দোকানগুলোর মালিক জৈনক রুবেল ও জাকিরের নিয়ন্ত্রণাধীন ছিল। তার মধ্যে ঝিনুকের দোকান ১৪৩ টি, জালালের ৯০ টি, চটপটির দোকান ৮টি, বিভিন্ন খাবারের দোকান ৫১ টি, লালমিয়া লালুর ৭ টি ও নীলিমা রেস্তোরাঁ এবং চিয়ার্স রেস্তোরাঁ।
এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া কউক সচিব আবু জাফর রাশেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের একটি আদেশ আছে, যে আদেশে বলা আছে সমুদ্র সৈকতের সৌন্দর্যহানী হয় এমন কোন ধরনের স্থাপনা থাকবে না।
যেটা ২০১১ সালের আদেশ, সেই আদেশের পেক্ষিতে এবং পরবর্তীতে আরও অনেকগুলো মামলা ছিল সবকিছু ব্রেকেট হওয়ার পরে জেলা প্রশাসক ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নির্দেশক্রমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলছে। এটি একটি চলমান প্রক্রিয়া।
উক্ত অভিযানে সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সদর সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, জেলা পুলিশ, আনসার বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও বীচ কর্মীরা।
Discussion about this post