নিজস্ব প্রতিবেদক:
৫ দিন আগে ধুমধামের সঙ্গে বিয়ে হয়, হাতে মেহেদির দাগ মুছেনি। রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে রুবেল নামে এক যুবকের। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার আলী আকবর ডেইল, ইউনিয়নের সন্দীপ পাড়ায়। সে ওই এলাকার নুরুল হুদার ছেলে রুবেল।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ঘুম থেকে না ওঠায় নববধু কামরুন নাহার ডাকতে গেলে তার অবস্থা অস্বাভাবিক দেখে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রুবেলের চাচাতো ভাই আবদুল খালেক জানান, বড়ঘোপ বাজারের আবিদ কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন রুবেল।উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মৃত আজিজুল হকের কন্যা কামরুন নাহার (১৯) কে গত ৫ পূর্বে বিয়ে করে সে।
এদিকে, রুবেলের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছে না তারা।
Discussion about this post