গণহারে বাস মিনিবাস রিকুইজেশনসহ পুলিশি হয়রানি বন্ধের দাবীতে খাগড়াছড়ির সাথে চট্টগ্রামের গণপরিবহন চলাচল বন্ধ থাকে। ৬ঘন্টা পর দুপুর ১২টা থেকে বাস চলাচল পূণরায় শুরু করেছে।
চট্টগ্রাম উত্তর জেলা পরিবহন মালিক সমিতির ডাকে খাগড়াছড়ি জেলার মালিক ও শ্রমিক সংগঠনরা সংহতি জানিয়ে বাস মিনিবাস চলাচল বন্ধ রাখে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রীবাহী কোন বাস মিনিবাস ছেড়ে যায়নি। হঠাৎ করে গণপরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘটের ডাক দেয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
চট্টগ্রামের নাজিরহাট বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান জানান, গণহারে গণপরিবহন গুলোকে রিকুইজেশন করায় মালিক শ্রমিকরা আর্থিকভাবে সংকটে পড়ছেন। এর উপর পুলিশসহ সড়কে নানা রকম হয়রানি রয়েছে। এসব হয়রানি বন্ধের দাবিতে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ব্যানারে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।
হঠাৎ করে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়ে যাত্রীরা। অনেকে বিকল্প মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছে।
Discussion about this post