নিজস্ব প্রতিনিধি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের আলুগোলা মাঠের সামনে অভিযান চালিয়ে (১৭) বছরের এক কিশোরীকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমঘুধ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা অভিযান পরিচালনা করে আলুগোলা মাঠের সামনে থেকে কক্সবাজার দক্ষিণ ডিককুল ঝিলংজা এলাকার আবদুল মতলবের কিশোরী মেয়ে রোজিনা আক্তার (১৭) কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৯ হাজার ৪ শত পিস ইয়াবা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ২৮ লক্ষ ২০ হাজার টাকা।
আটক কিশোরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে।
Discussion about this post