চ্যানেল২৪:
সম্প্রতি একাধিক খুনের ঘটনায় চ্যালেঞ্জের মুখে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানেজ লেনোচিক। এসময় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহসহ ছয় রোহিঙ্গা খুন উদ্বেগের বিষয় বলে জানান তিনি।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল তিন দিনের সফরে কক্সবাজার আসেন। সফরের প্রথম দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর জানেজ লেনোচিক চ্যানেল২৪ কে এসব বলেন তিনি।
শুরুতেই ইউনিসেফের স্কুল পরিদর্শন শেষে ঘুরে ঘুরে দেখেন ক্যাম্পের সবকিছুই। রোহিঙ্গা শিশুরা লেখাপড়া শিখছে নিজ ভাষায়, তা দেখতে প্রথমবারের মতো ক্যাম্পে আসেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানজে লেনোচিক।

এরপর প্রাপ্ত বয়স্কদের সঙ্গে দেখা করেন, খোঁজ নেন দুর্যোগের সময় কিভাবে রক্ষা করা হয় রোহিঙ্গাদের। পরে চ্যানেল২৪ এর সঙ্গে কথা বলেন, রোহিঙ্গাদের সার্বিক নিরাপত্তা এবং আগামীর চ্যালেঞ্জ ইস্যুতে। উঠে আসে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ইস্যুও।
ইইউ কমিশনার জানেজ লেনোচিক বলেন, মহিবুল্লাহসহ ছয় রোহিঙ্গা খুন উদ্বেগের বিষয়। ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে। তা সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছি।
তিনি জানান, প্রত্যাবাসন ছাড়া এমন সংকটের সমাধান নেই, ইইউ এরই মধ্যে মিয়ানমার সরকারকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করেছে। আলোচনা চলছে পরবর্তী পদক্ষেপ নিয়েও। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেয়া বাংলাদেশকে মানবিক আখ্যা দিয়ে তিনি জানান, সার্বিক সংকট সমাধানে ইইউ সবসময় পাশে থাকবে।

মঙ্গলবার সকালে ১৩ সদস্যের একটি দল তিন দিনের সফরে ঢাকায় নেমে সরাসরি কক্সবাজার পৌঁছান জানেজ লেনোচিক। এরপর স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন এবং ইউএনএইচসিআর-এর ট্রানজিট ক্যাম্পেও পরিদর্শন করেন।
Discussion about this post