বিনোদন ডেস্ক :
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেন নিয়মিত। খুব অল্প সময়ে বেশ কয়েকটি একক অ্যালবাম উপহার দিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। যেগুলো সুর ও সংগীত তার নিজেরই করা।
সেগুলো বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দেন হৃদয় খান।
তবে এবার বোধহয় একটু বেশিই দেরি করে ফেললেন হৃদয় খান। তিনি শেষবার সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন ২০১৯ সালের মার্চ মাসে। সে সময় বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসান রহমান খান ও পশ্চিম বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এবং মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ সিনেমায় একটি গান গেয়েছিলেন তিনি।
নতুন খবর হলো, দেড় বছরেরও বেশি সময়ের বিরতি ভেঙে আবারও সিনেমায় গান গাইলেন হৃদয় খান। সম্প্রতি অভিনেতা মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমার একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। ‘মনে থাকে মনের মানুষ’ শিরোনামে গানটি লিখেছেন মীর সাব্বির। অন্যদিকে, কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান।
নতুন এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গানের কথাগুলো বেশ সুন্দর। মীর সাব্বির ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ইতোমধ্যে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে। আশা করি, সিনেমা এবং গান দুটোই দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। আর এখন থেকে নিয়মিতই সিনেমার গানের সঙ্গে থাকবো।’
উল্লেখ্য, ২০০৮ সালে লেজার ভিশন থেকে হৃদয় খানের প্রথম অ্যালবাম ‘হৃদয় মিক্স’ বাজারে আসে। এর কয়েকটি গান তাকে দ্রুত পরিচিতি পাইয়ে দেয়। এরপর আরো কয়েকটি অ্যালবাম বের করেন তিনি। সেগুলোও বেশ সাড়া ফেলে। পাশাপাশি চলচ্চিত্রেও গান গাইতে শুরু করেন। এভাবেই লাখো গানপ্রেমীর মনে জায়গা করে নেন হৃদয় খান।
Discussion about this post