নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা •
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও অস্ত্র তৈরীর বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেছে। এসব অস্ত্রের সাথে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নামের একজনের জড়িত থাকার সত্যতা পেয়েছে পুলিশ।
পুলিশ সুত্র জানায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদুখালের পাশে আবু বক্কর সিদ্দিকের দেখভালে থাকা রাবার বাগানের খামার বাড়ি থেকে উপরোক্ত অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরীী সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
Discussion about this post