নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ত্যাগীনেতা এম.এ মঞ্জুর। হাজারো নেতা কর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।
শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে কক্সবাজার থেকে নিজ এলাকার আসার পথে উখিয়ার মরিচ্যা লাল ব্রীজ এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন ও শুভেচ্ছা জানান।
ইতিপূর্বে মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে চেয়ারম্যান প্রাথী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির সাথে স্বাক্ষাত করেন এম এ মঞ্জুর।
এছাড়া উখিয়া ও টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির সাথে সৌজন্যে স্বাক্ষাতে মিলিত হন।
উখিয়ার বালুখালী পানবাজার, থাইংখালী ও পালংখালী ষ্টেশনসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পৃর্থক পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থী এম.এ মঞ্জুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ব্যাক গ্রাউন্ড দেখে আমাকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন। সেজন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মনোনয়ন বোর্ডে দলীয় চারজন ব্যক্তি নৌকা প্রতীক চেয়েছেন। তার মধ্যে নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সবার দোয়া ও আশীর্বাদ চাই। সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী ১১ তারিখ সারাদিন নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।
এ সময় বক্তব্য দেন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল কাদের চৌধুরী ভুট্টাে, উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এডঃ এটি এম রশিদ, পালংখালী ইউনিয়ন যুবলীগ নেতা রেজাউল করিম, পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জুনায়েদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম সোনালী, আজিজুল হক, মোহাম্মদ শাহ জাহান, দীনেশ বড়ুয়া, ছাত্রলীগ নেতা আলমগীর আলম নিসা,। পথ সভা শেষে মোনাজাত করা হয়।
Discussion about this post