কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে বাস্তচ্যুত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এালাকায় এনজিও কর্তৃক স্থানীয়দের মাঝে জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধের প্রতিবাদে কক্সবাজার-টেকনাফের প্রধান সড়কে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নয়াপাড়া এালাকায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে মেডিয়েটর ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে এনজিও কর্তৃক স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ করায় ও পুনরায় গ্যাস সরবরাহের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। এতে এালাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এতে মেডিয়েটর ফোরামের আহ্বায়ক মাও. আবুল হাশিম ও সদস্য সচিব মো. সেলিম বক্তব্য রাখেন। বক্তারা বলেন, স্থানীয়দের মাঝে ৩০% সুবিধা ও পূর্বের ন্যায় জ্বালানি গ্যাস দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে। রোহিঙ্গাদের কারণে বনের জ্বালানি নেই। দ্রব্যমুল্য বৃদ্ধি ও কর্মসংস্থান সংকটে পড়েছে স্থানীয়রা।
লাখ লাখ রোহিঙ্গাদের মাঝে জ্বালানি গ্যাস সরবরাহ করা হলেও স্থানীয়দের মাঝে দেওয়া গ্যাস হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই অনতিবিলম্বে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করার জন্য দাবী জানান তারা।
মানববন্ধন শেষে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Discussion about this post