জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার ভেবেছিল অক্টোবরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু তা হয়নি। তাপমাত্রা না কমা পর্যন্ত, অর্থাৎ শীত না আসা পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুতের আধুনিকায়ন নিয়ে বিদ্যুৎ ভবনে এক সেমিনার শেষে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়াতে গ্যাসের যোগান এখন কম। তাই গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র কম চলায় দেশে লোডশেডিং চলমান রয়েছে। এসব কারণে সরকার লোডশেডিং করে করে বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো চাইলেও একটানা চালানো যায় না। তাছাড়া শিল্প কারখানায় বিদ্যুৎ দিতে হয়।
Discussion about this post