বিডি দর্পণ ডেস্ক :
সরকার সীমান্ত এলাকায় স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়নে অত্যন্ত আন্তরিক দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সীমান্ত সমস্যা নিয়ে বিএনপির কর্মসূচি লোক দেখানো।’
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তর থেকে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কাছে গণতন্ত্র হচ্ছে তাদের নির্বাচনে জয়ী হওয়ার গ্যারান্টি দেওয়া। তাদের গণতন্ত্র হচ্ছে হাওয়া ভবনের লুটেরা সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করা।’
এ ছাড়া নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন সরে যাওয়াই বিএনপির গণতন্ত্র বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Discussion about this post