কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভেসে আসা অজ্ঞাতনামা দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার সৈকত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানানো হয়। এদের মধ্যে একজন নারী ও আরেকজন পুরুষ।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, মরদেহগুলো অর্ধগলিত। এ কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
ধারণা করা হচ্ছে, অন্তত সপ্তাহখানেক আগে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post