কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলী এবং লাবনী পয়েন্টের ৪১৭ টি অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
এসময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিন আল পারভেজ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, যাদের দোকান উচ্ছেদ হয়েছে তাদের প্রতি সরকার খুবই আন্তরিক। তাদের পুনর্বাসনের জন্য সরকারকে জানানো হবে।
এসময় র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস সহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন
Discussion about this post